চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ব্যর্থ বোল্টন

২২ জুলাই, ২০১৯ | ১:০৭ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাংকার আটকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, শতাব্দির যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রলুব্ধ করতে না পেরে দেশটির নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তার বিষাক্ত ফণা ব্রিটেনের দিকে ঘুরিয়ে দিয়েছে। যাতে বিট্রেনকেও এই কঠিন সংকটের ভেতরে টেনে আনা যায়।
রোববার এক টুইটে তিনি বলেন, ব্রিটেনের বিরুদ্ধে তার দেশের উত্তেজনা একমাত্র বিচক্ষণতা ও দূরদৃষ্টি দিয়েই লাঘব করা সম্ভব।
এদিকে শুক্রবার পারস্য উপসাগরে ইরানের হাতে আটক বিট্রিশ জাহাজ স্টেনা ইমপেরোর বিষয়ে তেহরানের ব্যাখ্যাকে প্রত্যাহার করে ব্রিটেন বলছে এটি শত্রুতাবশত করা হয়েছে।
এর আগে গত ৪ জুলাই জাবাল আল-তারিক প্রণালীতে ইরানের গ্রেস-১ সুপারট্যাংকারটি জব্দ করে ব্রিটিশ নৌবাহিনী। এরপরই দেশ দুইটির মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ওই সময় ইরান ঘোষণা দেয় যেকোনো মূল্যে তাদের তেল ট্যাংকার আটকের প্রতিশোধ নেবে।
তেহরানের তেল ট্যাংকার আটকের কারণ হিসেবে যুক্তরাজ্য জানিয়েছিল সিরিয়ায় ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা জারি করেছে। তেহরানের জাহাজটি নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে ফলে ব্রিটিশ নৌবাহিনী ওই জাহাজটি আটক করেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট