চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

এক পাখা আর এক লাইট, বিদ্যুৎবিল ১২৮ কোটি!

২২ জুলাই, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

ভারতের উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের পিছু ছাড়ছেনা বিতর্ক। এবার আরো এক প্রশাসনিক গাফিলতির অভিযোগের কাঠগড়ায় তারা। এক দরিদ্র বৃদ্ধ দম্পতিকে ১২৮,৪৫,৯৫,৪৪৪ টাকার বিদ্যুৎবিল পাঠিয়েছে বিদ্যুৎ অধিদফতর। তা নিয়ে চাপে এখন তারা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের হাপুর জেলার চামরি গ্রামে। শামিম এবং খইরু নিশা নামে ওই বৃদ্ধ দম্পতির এক চিলতে বাড়িতে রয়েছে মাত্র একটি পাখা এবং একটি লাইট। ওই দম্পতি অভিযোগ করলেন, ওই বিদ্যুৎবিল দেখে তারা হতবাক হয়ে গিয়েছিলেন প্রথমে। তারপর বিদ্যুৎ দফতরসহ প্রশাসনের বিভিন্ন দফতরে ঘুরেও এখনও কোনও সুরাহা পাননি। প্রশাসনের কোনো কর্মকর্তাই তাদের আবেদনে কর্ণপাত করেননি। এমনকি বিল দিতে না পারার জন্য সম্প্রতি বিদ্যুৎ দফতর থেকে এসে তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছেন বিদ্যুৎকর্মীরা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর টনক নড়ে বিদ্যুৎ দফতরের। সহকারী ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিজেদের দফতরের ভুল স্বীকার করে বলেছেন, ‘এটা এমন কোনো ব্যাপারই নয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট