চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মালিকের সন্ধানে ১২৫ মাইল পাড়ি দিলো প্রভুভক্ত ‘মারু’

অনলাইন ডেস্ক

২১ জুলাই, ২০১৯ | ১১:১৯ অপরাহ্ণ

 

সাইবেরিয়ার বন্য ভাল্লুক ও নেকড়ে উপেক্ষা করে মালিকের খোঁজে ১২৫ মাইল হাঁটলো প্রভুভক্ত ও আহত একটি কুকুর। মালিক তাকে জঙ্গলে ফেলে গেলেও প্রভুকে ভুলতে পারেনি কুকুরটি। মালিকের বাসায় ফেরার জন্য তার এ দুঃসাধ্য প্রচেষ্টা। খবর ডেইলি মিরর’র।

কুকুরটির মালিক তাকে রেখে আসে ট্রান্স সাইবেরিয়ার জঙ্গলে। এক বছর বয়সী মারুকে মালিক আগে খুব পছন্দ করলেও এখন তাকে অপছন্দ করেন। আর ঠিক এ কারণেই তাকে সাইবেরিয়ার কুকুরশালায় রেখে আসেন মালিক।

কিন্তু কুকুরশালা থেকে পালাতে সক্ষম হয় ‘মারু’ নামের এ কুকুর। কর্তৃপক্ষ খোঁজার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তাকে খুঁজে পাওয়ার জন্য তারা দ্বারস্থ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের।

আশ্চর্যজনকভাবে দুই দিন পরে একটি কারখানা হতে উদ্ধার করা হয় ক্লান্ত মারুকে। মারু’র মালিকের বাসার খুবই কাছে অবস্থিত কারখানাটি। ৬ মাস পরে তার মালিকের বাসার কাছাকাছি চলে আসে প্রভুভক্ত এ কুকুরটি।

কুকুরটিকে যখন পাওয়া যায় তখন তার দু’চোখে জলে টলমল করছিল। সে সাইবেরিয়ার রেল লাইন সংলগ্ন গ্রাম্য পথ দিয়ে দীর্ঘ ১২৫ মাইল পথ পাড়ি দিয়ে চলে আসে তার মালিকের বাসার কাছে।

 

 

 

পূর্বকোণ/রাশেদ

 

শেয়ার করুন