চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সু চির মামলার রায় পিছিয়ে ৬ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর, ২০২১ | ১২:৫১ অপরাহ্ণ

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে জনগণকে আন্দোলনে উস্কে দেওয়ার অভিযোগে মামলার রায় ৬ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দিয়েছেন দেশটির এক আদালত।

এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

এর আগে, নিউইয়র্ক টাইমস জানায়, আজ মঙ্গলবার দেশটির এক আদালতে রায় ঘোষণার সম্ভাবনা ছিল। সু চিকে বছরের পর বছর আটকে রাখতে পারে এমন একটি ধারাবাহিক রায়ের মধ্যে এটিই প্রথম।

গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকেই আটক আছেন ৭৬ বছর বয়সী এই নেত্রী। তার বিরুদ্ধে আরও ১০টি অভিযোগ আনা হয়েছে এবং এসব অভিযোগ প্রমাণিত হলে তার ১০২ বছরের কারাদণ্ড হতে পারে।

মিয়ানমারের রাজধানী নেপিদোর আদালতে রুদ্ধদ্বার শুনানির মাধ্যমে সু চির বিচার হচ্ছে। সামরিক জান্তা তার ৫ আইনজীবীকে মিডিয়ার সঙ্গে কথা বলতে নিষেধ করেছে, এই বলে যে তাদের যোগাযোগ ‘দেশকে অস্থিতিশীল করতে পারে’।

শান্তিতে নোবেল জয়ী সু চিকে গত এক ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় এবং জুন মাস থেকে তার বিচার চলছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট