চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

বড় মাত্রার ভূমিকম্প হল সলোমন দ্বীপপুঞ্জে

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২১ | ৯:২৩ অপরাহ্ণ

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।

শুক্রবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুর পৌনে ২টার দিকে দেশটিতে আঘাত হানে এ ভূকম্পন। এমন তথ্য জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা, ইউএসজিএস।

সংস্থাটি জানিয়েছে, প্রবল শক্তিশালী এ ভূমিকম্পের কেন্দ্র ছিল দ্বীপরাষ্ট্রটি থেকে ১৯৯ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২২ দশমিক ৬ কিলোমিটার গভীরে।

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম নাইন নিউজের খবরে বলা হয়েছে, এদিন শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারাতেও। সেখানে বহুতল ভবনগুলো প্রবলভাবে কাঁপতে দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পরপরই টুইট করে বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো (বিওএম)। তবে এর প্রভাবে আপাতত সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে তারা।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট