চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা: নিহত বেড়ে ৩৩

আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর, ২০২১ | ৭:৫০ অপরাহ্ণ

আফগানিস্তানের কান্দাহারে ‍জুমার নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। এ ঘটনায় অন্তত আরও ৭৪ জন মুসল্লি আহত হয়েছেন।

তবে এখন পর্যন্ত কেউ ওই ঘটনার দায় স্বীকার করেনি। খবর এএফপির।

তালেবান সরকারের স্থানীয় এক কর্মকর্তা এএফপিকে বলেন, আমাদের প্রাথমিক ধারণা, মসজিদের ভেতরে এই আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এ বিষয়ে আমরা অনুসন্ধান চালাচ্ছি।

মিরওয়াইস হাসপাতালের এক চিকিৎসক বলেন, ৩৩টি লাশ ও ৭৪ জন আহত ব্যক্তি হাসপাতালে রয়েছেন।

ওই চিকৎসক বলেন, এখন জরুরি ভিত্তিতে প্রচুর রক্ত দরকার। আমরা স্থানীয় মিডিয়াগুলোকে আহ্বান জানিয়েছি যে, যাতে তারা মানুষদের রক্ত দিতে উদ্বুদ্ধ করেন। এছাড়াও ব্লাড ব্যাংকগুলোকে সহায়তার জন্য আহ্বান জানিয়েছি।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়, কান্দাহার শহরের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত ১৬ জনের লাশ মিরওয়াইস হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ৩২ জনকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দক্ষিণাঞ্চলের এ শহরের কেন্দ্রীয় হাসপাতালের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় একটি সূত্র টোলো নিউজকে জানায়, শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মসজিদের প্রধান ফটকের কাছে তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

এর আগে গত শুক্রবার কুন্দুজের একটি মসজিদে শুক্রবারের নামাজের সময় আত্মঘাতী হামলা চালানো হয়েছিল যাতে অন্তত ৫০ জন নিহত হয়। আগস্টের শেষে মার্কিন সৈন্যরা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন