চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিশ্ব মান দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২১ | ১২:৩৩ অপরাহ্ণ

আজ ৫২তম বিশ্ব মান দিবস। পণ্য-সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে -মান’।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় আজ সারাদেশে পালিত হবে দিবসটি। ১৯৪৬ সালের ১৪ অক্টোবর লন্ডনে বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাপী পণ্য-সেবার মান বজায় রাখার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান নির্ধারক সংস্থার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। এর পরের বছর থেকে তাদের কার্যক্রম শুরু হয়। ওই দিনকে স্মরণীয় করে রাখতেই দিবসটি বৈশ্বিকভাবে পালন করা হয়।

১৯৭০ সাল থেকে আইএসও এই দিনটি পালন করে আসছে। খাদ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) আজ চট্টগ্রাম সার্কিট হাউজে একটি আলোচনা সভার আয়োজন করেছে। সভায় উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন