চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনার ডেল্টা ধরনের বিরুদ্ধে ৭০ শতাংশ কার্যকর ‘স্পুটনিক লাইট’

আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর, ২০২১ | ১২:১৭ অপরাহ্ণ

করোনার ডেল্টা ধরনের বিরুদ্ধে রাশিয়ার স্পুটনিক লাইট টিকা ৭০ শতাংশ কার্যকরিতা দেখিয়েছে বলে দাবি করেছে আরডিআইএফ। বুধবার (১৩ অক্টোবর) এ তথ্য জানায় রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)। খবর রয়টার্সের।

‘স্পুটনিক-ভি’ টিকার একটি সংস্করণ ‘স্পুটনিক লাইট’। ‘স্পুটনিক-ভি’ দুই ডোজের টিকা। অন্যদিকে, ‘স্পুটনিক লাইট’ এক ডোজের টিকা। এ টিকার অর্থায়নে রয়েছে আরডিআইএফ।

আরডিআইএফের প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেন, আমি আশা করছি করোনা থেকে সুরক্ষার জন্য রাশিয়ার প্রধান টিকা হবে স্পুটনিক লাইট।

বিশ্বে স্পুটনিক লাইট বাজারজাত করে আরডিআইএফ। সংস্থাটি জানায়, গামালিয়া ইনস্টিটিউটের দেওয়া তথ্য পিয়ার রিভিউর অপেক্ষায় রয়েছে। সেখানে এক ডোজের স্পুটনিক লাইটের টিকা নেওয়া ২৮ হাজার ব্যক্তির তথ্য রয়েছে। এক ডোজের স্পুটনিক লাইট ভ্যাকসিন ১৫টির বেশি দেশে অনুমোদন দেওয়া হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট