চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সেই ক্রাইস্টচার্চে ফের বোমা, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

১ মে, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বোমা হামলার হুমকি দেয়ায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গত মাসে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর গুলিতে ৫০ জন মুসল্লির প্রাণহানির ঘটনার ক্ষত শুকাতে না শুকাতেই মঙ্গলবার বোমা হামলার হুমকির পর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
দেশটির পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের ক্রাইস্টাচার্চ শহরের ফিলিপসটাউন এলাকার একটি সড়ক ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্য, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলছেন তিনি।’ মঙ্গলবারের এই বোমা হামলার হুমকির পর ঘটনাস্থলে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নিউজিল্যান্ডের গণমাধ্যমে সেখানে বোমা হামলার সম্ভাব্য হুমকির খবর দেয়া হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট