ইন্টারন্যাশনাল ডেস্ক : শ্রীলঙ্কায় পবিত্র রমজান শুরুর আগে জঙ্গিরা হামলা চালাতে পারে এমন আশঙ্কায় দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দাদের দাবি, রমজান মাস শুরুর আগেই জঙ্গিরা হামলা চালাতে পারে এমন তথ্য রয়েছে তাদের কাছে।
রবিবার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলসহ আটটি স্থানে সিরিজ বোমা হামলায় অন্তত ২৫৩ জন নিহত হয়। হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তাওহিদ জামাত বা এনটিজে নামে পরিচিত শ্রীলঙ্কার স্থানীয় উগ্রবাদী গোষ্ঠীর শীর্ষ নেতা জাহরান হাশিম মোহাম্মদকে হামলার মূল হোতা হিসেবে সন্দেহ করছে সে দেশের সরকার।