চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পাকিস্তানের সামরিক ব্যয় বেড়েছে ৭৩ শতাংশ

১ মে, ২০১৯ | ১:৪৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : পাকিস্তানে গত ১০ বছরে সামরিক খরচ ৭৩ শতাংশ বেড়েছে। ২০০৯ থেকে ২০১৮ সালে এমনটি বাড়লেও ২০১৭-১৮ সালে বেড়েছে ১১ শতাংশ। ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) নতুন এক প্রতিবেদনে সোমবার এমন তথ্য জানা গেছে।
২০১৮ সালে পাকিস্তানের সামরিক বাহিনীর খরচ ছিল এক হাজার ১৪০ কোটি ডলার। সামরিক ব্যয়ের দিক থেকে এটি বিশ্বের ২০তম।
এসআইপিআরআই তথ্য জানায়, সামরিক বোঝা বিবেচনায় নিলে পাকিস্তান বিশ্বের দশম দেশ। প্রতিবেদনে বলা হয়, মোট দেশজ উৎপাদন বা
জিডিপির অংশ হিসেবে রাষ্ট্রীয় সামরিক খরচকে সামরিক বোঝা হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
প্রতিবেদনটি জানায়, ২০১৮ সালে পাকিস্তানের
জিডিপির ৪ শতাংশ ছিল দেশটির সামরিক খরচ। ২০০৪ সাল থেকে যেটি সর্বোচ্চ।
২০১৮ সালে সামরিক ব্যয়ের দিক থেকে ১০ দেশের মধ্যে ছয়টিই মধ্যপ্রাচ্যের। যেগুলো হচ্ছে- সৌদি আরব, তাদের সামরিক খরচ জিডিপির ৮ দশমিক ৮ শতাংশ। ওমানের ৮ দশমিক ২ শতাংশ, লেবাননের ৫ শতাংশ, জর্ডানের ৪ দশমিক ৭ শতাংশ এবং ইসরাইলের ৪ দশমিক ৩ শতাংশ।
এ ছাড়া অন্য চার দেশ হচ্ছে- আলজেরিয়া, আর্মেনিয়া, পাকিস্তান ও রাশিয়া।

শেয়ার করুন