চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পরস্পরকে ধ্বংসের পাল্টাপাল্টি হুমকি ইসরায়েল-ইরানের

১১ জুলাই, ২০১৯ | ১:৫৬ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনার ডেস্ক : ইরান দিয়েছে ইসরায়েলকে মাত্র আধা ঘণ্টার মধ্যে ধ্বংস করে দেয়ার হুমকি। ইসরায়েলের প্রধানমন্ত্রীও ইরানকে সতর্ক করে দেখিয়ে দিলেন, তার বিমান বহরের সীমার মধ্যে রয়েছে ইরান।
ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য’র ইসরায়েলকে ধ্বংস করে দেয়ার হুমকির পাল্টা হিসেবেই মঙ্গলবার নিজেদের বিমান হামলার সক্ষমতার জানান দিল তেলআবিব।
ইসরায়েলি বিমান বাহিনীর একটি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নির্মিত এফ-৩৫ যুদ্ধবিমানের এক মহড়ায় উপস্থিত ছিলেন নেতানিয়াহু। সেখানেই যুদ্ধবিমানের পেছনে দাঁড়িয়ে একটি ভিডিও ফুটেজ ধারণের সময় তাকে এসব কথা বলতে শোনা যায়। ইরানের পার্লামেন্টের জ্যেষ্ঠ ঐ সদস্যের গত সপ্তাহের দেয়া হুমকির বিষয়ে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ অ্যাজেন্সি এক প্রতিবেদন প্রকাশ করে।
সেখানে উপরোক্ত তথ্যাদিসহ রয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি না করতে ইসরায়েলের বিবিধ অপশনের কথা, রয়েছে সিরিয়ায় ইরানি সামরিক বাহিনীর হস্তক্ষেপে বাধা দেয়ার অঙ্গীকারের পাশাপাশি সিরিয়ায় বিমান হামলা অব্যাহত রাখার কথাও।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট