চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পার্কে প্ল্যাস্টিক খেয়ে মারা গেল ৯টি হরিণ

১১ জুলাই, ২০১৯ | ১:৫৬ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনার ডেস্ক : জাপানের নারা পার্কের পড়ে থাকা প্ল্যাস্টিক ব্যাগ খেয়ে অন্তত ৯টি হরিণ মারা গেছে। গতকাল বুধবার দেশটির একটি বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা সতর্ক এ জন্য পর্যটকদের ওপর দায় চাপিয়ে সতর্ক করে দিয়েছে। দ্য নারা ডিয়ার প্রিজারভেশন ফাউন্ডেশনের নামের ওই সংস্থাটি বলছে, চলতি বছরের মার্চ থেকে জুনের মধ্যে মারা যাওয়া এসব হরিণের পেটে প্ল্যাস্টিকের ব্যাগ ও নাস্তার প্যাকেট পাওয়া গেছে। সংস্থাটির কর্মকর্তা ইয়োশিতাকা আশিমুরা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, সবচেয়ে বেশি প্ল্যাস্টিক পাওয়া গেছে একটি হরিণের পেটে। যার ওজন প্রায় ৪ দশমিক ৩ কেজি। আমরা অবাক হয়েছি। এটা অনেক বেশি। জাপানের প্রাচীনতম রাজধানীখ্যাত নারা পার্কে এক হাজারের বেশি হরিণ রয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট