চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নতুন করে ৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২১ | ১১:০৯ পূর্বাহ্ণ

কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে নতুন করে ৮৯ লাখ ডোজ করোনার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। বুধবার (২২ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বরাদ্দ পাওয়া টিকার মধ্যে রয়েছে ফাইজারের ৭১ লাখ ডোজ ও মডার্নার ১৮ লাখ ডোজ।

ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকা বরাদ্দ পেয়েছি আমরা। টিকাগুলো চলতি বছরের শেষ ৪ মাসে পাওয়া যাবে। আশা করা যায়, এই সময়ের মধ্যে আমরা আরও টিকা পাব। তিনি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন ফেসবুক পোস্টে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন