চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

যুক্তরাজ্যের রেড লিস্ট থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২১ | ১০:৩১ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণের হার কমে আসায় যুক্তরাজ্যের অতিঝুঁকিপূর্ণ দেশের তালিকা (রেড-লিস্ট) থেকে সরানো হয়েছে বাংলাদেশের নাম।

এর আগে ৬ সেপ্টেম্বর ভার্চুয়াল প্ল্যাটফরমে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে রেড-লিস্ট থেকে বাংলাদেশের নাম প্রত্যাহারের অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

সেদিন বৈঠকে মোমেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, বাংলাদেশের জোরালো টিকাদান কর্মসূচি ও কোভিড সংক্রমণের হার ৯ দশমিক ৮২ শতাংশে কমে আসা এবং সাত হাজারের বেশি ব্রিটিশ-বাংলাদেশির আটকেপড়ার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের উচিত বাংলাদেশকে কোভিড লাল-তালিকাভুক্ত দেশ থেকে বাদ দেয়ার বিষয় বিবেচনা করা।

এর জবাবে সিদ্ধান্ত পর্যালোচনার আশ্বাস দিলেও এ ধরনের তালিকার পেছনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পর্যালোচনা মুখ্য থাকার কথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

তবে আজ অতিঝুঁকিপূর্ণ দেশের তালিকা (রেড-লিস্ট) থেকে সরানো হয়েছে বাংলাদেশের নাম।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট