চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ২৯

৩০ এপ্রিল, ২০১৯ | ১:৪৬ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।
এ পরিস্থিতিতে ত্রাণকেন্দ্রগুলোতে কয়েক হাজার লোক আশ্রয় নিয়েছে বলে সোমবার জানিয়েছে দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা, খবর বার্তা সংস্থা রয়টার্সের। সুমাত্রার দক্ষিণপশ্চিম পাশের বেংকুলু প্রদেশে শনি ও রোববারের প্রবল বৃষ্টিপাতের পর থেকে এক ডজনেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন বলে সংস্থাটি জানিয়েছে।
বন্যা ও ভূমিধসে ওই এলাকার কয়েকশ’ ভবন, সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের কারণে দুটি জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার কিছু কিছু এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে বলে জানিয়েছে তারা।
বাস্তুহারা গ্রামবাসীদের তাঁবু, নৌকা, খাবার ও পরিষ্কার পানি দরকার বলে জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি অস্থায়ী সেতু বানানোর জন্য তাদের ভারী যন্ত্রপাতিও দরকার বলে জানিয়েছে তারা।
পরিষ্কার পানির অপ্রতুলতার কারণে পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষগুলো।

শেয়ার করুন