চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে ভারতীয় স্ট্রেইন’

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মে, ২০২১ | ৪:৪২ অপরাহ্ণ

ব্রিটেন স্থানীয় পর্যায়ে লকডাউন শিথিল করে যখন স্বাভাবিক জীবনে ফেরার পরিকল্পনা করছে ঠিক সে সময় নতুন সর্তকবার্তা দিলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। করোনার ভারতীয় স্ট্রেইন ‘দাবানলের মতো’ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।
তিনি বলেন, ‘ভ্যাকসিন না নেয়া মানুষের মধ্যে ভারতীয় স্ট্রেইন সত্যি দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। তাই যত দ্রুত সম্ভব বেশি বেশি মানুষকে ভ্যাকসিন দিতে হবে।’

ভারতের নতুন এ ধরনের বিরুদ্ধে ভ্যাকসিন কার্যকর জানিয়ে হ্যানকক বলেন, ‘এ ব্যাপারে আমাদের উচ্চ আত্মবিশ্বাস আছে।’

‘লকডাউনের বিষয়ে আমরা ১৪ জুন চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সব সময় বলছি সতর্ক থাকতে হবে।’

ভারতীয় ধরণকে বিজ্ঞানীরা আরও বেশি ক্ষতিকর এবং সংক্রামক বলছেন। ডাবল মিউটেশনের ফলে করোনা মানুষকে বেশি হারে যেমন আক্রান্ত করছে, তেমনি অসুস্থও করছে বেশি।

বিবিসির খবরে বলা হয়েছে, প্রয়োজনে ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় ‘অর্থনৈতিক ও সামাজিক’ বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে ব্রিটিশ সরকার জানিয়েছে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন