চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঘূর্ণিঝড় টাউটি: লণ্ডভণ্ড কর্ণাটকে ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মে, ২০২১ | ২:২০ অপরাহ্ণ

ভারতের কর্ণাটক রাজ্যে ঘূর্ণিঝড় টাউটির তাণ্ডবে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ছয়টি জেলার ৭৩ টি গ্রাম বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। 

গতকাল শনিবার (১৫ মে) রাতেই ‘টাউটি’ কর্ণাটক উপকূলে প্রবেশ করেছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই। 

সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় টাউটি কর্নাটক উপকূলে আছড়ে পড়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল এখানে আছে। আমরা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীরও তিনটি দল মোতায়েন করেছি। কর্ণাটকের তিনটি উপকূলবর্তী জেলায় ২৪ ঘণ্টা কাজ করছেন এক হাজার জন।’

রাজ্যটির আবহাওয়া ভবনের সাম্প্রতিক সময়ে বুলেটিন অনুযায়ী, রবিবার (১৬ মে) ভোর সাড়ে ৫টার সময় আড়াইটের সময় পূর্ব-মধ্য আরব সাগরের উপর অবস্থান করছে টাউটি, যা শেষ ছয় ঘণ্টায় অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আপাতত সেটি গোয়ার পানজিমের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে ১৩০ কিলোমিটার, গুজরাটের ভেরাবলের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৭০০ কিলোমিটার এবং মুম্বাইয়ের দক্ষিণে ৪৫০ কিলোমিটারে দূরে অবস্থিত।

আগামী কয়েক ঘণ্টায় তা ক্রমশ বাড়িয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার (১৭ মে) সন্ধ্যায় গুজরাত উপকূলের কাছে পৌঁছাবে। মঙ্গলবার (১৮ মে) সকালে পোরবন্দর এবং মাহুভার মাঝখান দিয়ে সেই ঘূর্ণিঝড় গুজরাত উপকূল পার করবে।

কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা বলেন, ‘উপকূলবর্তী এলাকায় আমরা ঘূর্ণিঝড়ের পরিস্থিতির ওপর নজর রাখছি। যে জেলাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানকার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের এবং জেলা প্রশাসকদের সঙ্গে যোগাযোগ রাখছি আমি, যাতে উদ্ধারকাজ ঠিকভাবে চলে।’

এদিকে, ঘূর্ণিঝড় মোকাবিলায় ১৮টি হেলিকপ্টার এবং ১৬টি পণ্যবাহী বিমান তৈরি রেখেছে ভারতীয় বায়ুসেনা। প্রস্তুতি সেরে রেখেছে ভারতীয় নৌবাহিনীও। এরই মধ্যে বিভিন্ন নিচু জায়গা থেকে লোকজনকে সরানো হয়েছে। খাবার সরবরাহ করেছে নৌবাহিনী। কেরালা, কর্ণাটক, গুজরাট, গোয়া এবং মহারাষ্ট্রে একাধিক দল মোতায়েন করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সূত্র: হিন্দুস্তান টাইমস

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট