চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩ লাখ ১১ হাজারের বেশি, মৃত্যু ৪০৭৭

 আন্তর্জাকি ডেস্ক

১৬ মে, ২০২১ | ১১:৩৬ পূর্বাহ্ণ

ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ১১ হাজার ১৭০ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৪০৭৭ জনের। বরিবার (১৬ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। টানা তিন দিন ধরে চার হাজারের বেশি মৃত্যু দেখার পর শনিবার দেশটিতে মৃতের সংখ্যা কিছুটা কমেছিল, কিন্তু একদিন পরই আবার চার হাজার ছাড়ালো মৃত্যু।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে, শহর-নগর ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর এ সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত। সবমিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দুই লাখ ৭০ হাজার ২৮৪ জনে দাঁড়িয়েছে। চলতি মহামারীতে এর চেয়ে বেশি মৃত্যু দেখছে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন