চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মে, ২০২১ | ১১:৫৫ পূর্বাহ্ণ

এক মাস সিয়াম সাধনার পর সৌাদ আরবসহ মধ্যপ্রাচ্যের বিশ্বের বিভিন্ন দেশে আজ বৃহস্পতিবার (১৩ মে) মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে।

সৌদি আরবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ পালন করা হয় আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশেও। পাকিস্তানেও আজ ঈদ উদ্‌যাপিত হচ্ছে।

ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মুসলিম বিশ্বের নেতারা। তবে করোনা মহামারি এবং ফিলিস্তিনে আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলা এবং গাজায় দেশটির অব্যাহত হত্যাযজ্ঞের কারণে মুসলিম দেশগুলোতে এবারের ঈদ অনেকটাই শোকে পরিণত হয়েছে মুসলিম বিশ্বে। ঈদের দিনও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

আল-জাজিরা জানিয়েছে, ঈদের দিন সকালে পশ্চিম গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ শিশু ও অন্তঃসত্ত্বাসহ আট নারী রয়েছেন।

তবে চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে শুক্রবার পালিত হবে ঈদুল ফিতর।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট