চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দৈনিক করোনা সংক্রমণে দুই লাখের গণ্ডি ছাড়াল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

১৫ এপ্রিল, ২০২১ | ১২:৩০ অপরাহ্ণ

ভারতে করোনায় একদিনে আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো রেকর্ডসংখ্যক ২ লাখ ছাড়িয়ে গেল। এর আগে একদিন এত সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার রেকর্ড ছিল আমেরিকা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে জানায়, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৩৯ জন। এর মাধ্যমে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ ছাড়াল। মোট আক্রান্তে বিশ্বে দ্বিতীয় ভারত। এর আগে আছে আমেরিকা।

করোনাভাইরাসের প্রথম ঢেউয়ে ভারতে একদিনে আক্রান্ত ১ লাখ পেরোয়নি। গত ৫ এপ্রিল প্রথমবার ১ লাখ পেরিয়েছিল দৈনিক সংক্রমণ। দেড় লাখ পার করে ১১ এপ্রিল। এর চার দিন পর ২ লাখও পেরিয়ে গেল। মাত্র ১০ দিনের মধ্যে এক দিনে সংক্রমণ দ্বিগুণ হলো।

করোনার দ্বিতীয় ঢেউ যে আরও বড় আকারে এসেছে তা বুঝিয়ে দিচ্ছে গত কয়েক সপ্তাহের পরিসংখ্যানই।

এদিকে দৈনিক মৃত্যু পর পর দুই দিন হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮ জনের। এ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ১২৩ জন কভিডে প্রাণ হারালেন দেশে।

দৈনিক সংক্রমণের এই বৃদ্ধি সক্রিয় রোগীর সংখ্যা বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় লক্ষাধিক সক্রিয় রোগী বেড়েছে। এখন সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লাখ ৭১ হাজার ৮৭৭ জন। এই সক্রিয় রোগী বৃদ্ধির জেরে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে ক্রমশ সিট ফুরিয়ে আসছে।

দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ শুরুতে ৮-৯ রাজ্যে আবদ্ধ ছিল। কিন্তু গত কয়েক দিনে আরও কয়েকটি রাজ্যে বেড়েছে সংক্রমণ। ১৮-১৯টি রাজ্যে এখন উল্লেখযোগ্য সংক্রমণ হচ্ছে। মহারাষ্ট্র সবার শীর্ষে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৫৯ হাজার জন আক্রান্ত হয়েছেন সেখানে।

উত্তরপ্রদেশে এই প্রথমবার নতুন আক্রান্ত একদিনে ২০ হাজার ছাড়াল। রাজধানী দিল্লিতে তা বাড়তে বাড়তে ১৭ হাজারে পার করল। ছত্রিশগড়ে বৃহস্পতিবার আক্রান্ত ১৪ হাজারের বেশি। কর্ণাটকেও আক্রান্ত ১১ হাজার পেরিয়েছে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট