চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ভারতে একদিনে রেকর্ড দেড় লাখের বেশি শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

১১ এপ্রিল, ২০২১ | ১১:৪১ পূর্বাহ্ণ

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ লাগামহীনভাবে এগিয়ে চলছে। প্রতিদিনই দৈনিক শনাক্তের নতুন রেকর্ড তৈরি হচ্ছে। রবিবার দেশটিতে ১ লাখ ৫২ হাজার ৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।  

শনাক্তের সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুও বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, রবিবার মারা যান ৭৯৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৬৯ হাজার ২৭৪ জন।

এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ৩৩ লাখ সাড়ে ৫৫ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৯ হাজার ৩০৫ জন।

করোনার ব্যাপক সংক্রমণের অর্ধেকের বেশি শনাক্ত হয়েছে মহারাষ্ট্র রাজ্যে। এমন পরিস্থিতিতে শনিবার ভার্চুয়ালি সব দলকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এতে লকডাউনের পক্ষে জোরালো মতামত দেন তিনি।

আনন্দবাজার জানায়, রবিবার কভিড টাস্কফোর্সের সঙ্গে জরুরি বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপরই সব দিক খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত  আসতে পারে বলে সরকারি সূত্রে জানা গেছে।

এদিকে করোনার বৈশ্বিক ১৩ কোটি ৬০ লাখ সাড়ে ১১ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ লাখ ৩৯ হাজার ১৯৩ জন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট