চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মোদিকে চিঠি লিখে মেয়ের জন্য ৩০ লাখ টাকা পেলেন বাবা

২৪ জুন, ২০১৯ | ১:৪৭ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনার ডেস্ক : অসুস্থ এক কিশোরীর জন্য অর্থ সাহায্য পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেয়ের চিকিৎসার বিপুল খরচ আর টানতে না পেরে সেই কিশোরীর অসহায় বাবা মোদিকে চিঠি পাঠান। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই অর্থ সহযোগিতা দেয়ার বন্দোবস্ত করে দেন প্রধানমন্ত্রী।
ললিতা নামে ওই কিশোরী অপ্ল্যাস্টিক অ্যানিমিয়ার মত একটি মরণব্যাধিতে ভুগছে। তার চিকিৎসার জন্য দরকার প্রচুর টাকা। ইতোমধ্যেই তার চিকিৎসার পেছনে অনেক টাকা খরচও করেছেন তার অসহায় বাবা। কিন্তু শেষে আর কোনোভাবেই অর্থের সংকুলান হচ্ছিল না। অর্থ সাহায্য চেয়ে তাই তিনি চিঠি লেখেন মোদিকে।
সুমির সিং নামে ওই কিশোরীর বাবা জানান, ইতোমধ্যেই ৭ লাখ টাকা খরচ করেছেন তিনি। জমি বিক্রি করে দিয়েছেন, বন্ধক রয়েছে বাড়িও। মেয়ের চিকিৎসার বাকী টাকা কোথা থেকে জোগাড় হবে ভেবে পাচ্ছিলেন না। যদি মেয়েকে সুস্থ করা না যায়, তাহলে হয়ত তাকে মৃত্যুর পথ বেছে নিতে হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট