চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

দেহরক্ষীর গুলিতে ইথিওপিয়ার সেনাপ্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন, ২০১৯ | ৬:৫৯ অপরাহ্ণ

আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলীয় দেশ ইথিওপিয়ার সেনাপ্রধান জেনারেল সিয়ারি মেকোনেনকে গুলি করে হত্যা করেছে তারই দেহরক্ষী। এছাড়া আমহারা প্রদেশের গভর্নরসহ আরো দুই কর্মকর্তাকেও গুলি করে হত্যা করা হয়েছে।

আজ রবিবার (২৩ জুন) দেশটির প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, রবিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সেনাবাহিনীর পোশাক পরে লাইভে এসে সেনাপ্রধানের হত্যার খবরটি জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আবি আহমেদ।

প্রধানমন্ত্রী জানান, ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আমহারা প্রদেশে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা চলছিল। সেই চেষ্টা প্রতিরোধ করার কারণেই সেনাপ্রধান মেকোনেনকে হত্যা করা হয়েছে।

প্রসঙ্গত, ইথিওপিয়ায় সর্বশেষ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী আবি আহমেদ ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। এ অস্থিরতা দূর করতে দেশটির নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা বাতিল ও কারাবন্দীদের মুক্তিসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন আবি আহমেদ। এতকিছুর পরও বন্ধ হয়নি চলমান রাজনৈতিক অস্থিরতা।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট