চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইরানের অস্ত্রব্যবস্থার ওপর যুক্তরাষ্ট্রের সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন, ২০১৯ | ১:৪০ অপরাহ্ণ

মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার জেরে চরম উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই উত্তেজনার মধ্যেই ইরানের অস্ত্রব্যবস্থার ওপর সাইবার হামলা চালিয়েছে বলে মার্কিন গণমাধ্যমের দাবি।

মার্কিন এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর সামরিক অভিযানের সিদ্ধান্ত প্রত্যাহারের পরই তেহরানের অস্ত্রব্যবস্থার ওপর সাইবার হামলা চালানো হয়েছে। নিউইয়র্ক টাইমসের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওমান সাগরে দুটি তেলের ট্যাঙ্কারে হামলা এবং একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার প্রতিশোধ হিসেবেই ওই সাইবার হামলা চালানো হয়েছে।

তবে যুদ্ধ থেকে তাৎক্ষণিকভাবে সরে আসলেও ইরানের ওপর আরও গুরুতর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্র ইরানের অস্ত্রব্যবস্থায় সাইবার হামলা চালানোর পরিকল্পনা করেছিল।

ইরানের সেনাবাহিনী আইআরজিসি যেসব অস্ত্র ব্যবহার করে, সেগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে এই হামলা চালানো হয়েছে।

সফল ওই সাইবার হামলায় ইরানের অস্ত্রব্যবস্থা অকার্যকর করে দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়। তবে এ ব্যাপারে ইরানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট