চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

যুক্তরাষ্ট্রে ‘মুসলিম নিষেধাজ্ঞায়’ ভিসা বঞ্চিতরা ফের আবেদন করতে পারবেন

আন্তর্জাতিক ডেস্ক

৯ মার্চ, ২০২১ | ৪:৩২ অপরাহ্ণ

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কারণে যে ১৩টি দেশের নাগরিকেরা ভিসাবঞ্চিত হয়েছেন তারা আবার আবেদন করতে পারবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি বছরের ২০ জানুয়ারি, নতুন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার প্রথম দিনই ‘মুসলিম ব্যান’ বলে পরিচিত ট্রাম্প আমলের  ওই নিষেধাজ্ঞা বাতিল করেন।

সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রাইস জানান, এ বছরের ২০ জানুয়ারির আগে যাদের ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয়েছিল তারা চাইলে নতুন ফি দিয়ে ফের আবেদন করতে পারবেন, আর যাদের আবেদন ২০ জানুয়ারি কিংবা এর পরে খারিজ হয়েছে, তারা চাইলে তাদের আবেদন বিষয়ক সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের অনুরোধ জানাতে পারবেন সেক্ষেত্রে কোনো ফি দিতে হবে না।

ট্রাম্প ক্ষমতায় বসার পরপরই কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। পরে ওই নিষেধাজ্ঞার সংশোধনী মার্কিন সুপ্রিম কোর্টে অনুমোদিত হয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে জানানো হয়েছে, ট্রাম্পের ওই সিদ্ধান্তের ফলে ২০১৭ সালের ডিসেম্বর থেকে প্রায় ৪০ হাজার মানুষকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়।

ট্রাম্প প্রশাসনের এ নিষেধাজ্ঞার তালিকায় পরে সংযোজন ও বিয়োজনও হয়েছে । ট্রাম্পের মেয়াদের শেষদিকে নিষেধাজ্ঞার তালিকায় যে দেশগুলো ছিল, সেগুলো হচ্ছে- মিয়ানমার, ইরিত্রিয়া, ইরান, কিরগিজস্তান, লিবিয়া, নাইজেরিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, তানজানিয়া, ভেনেজুয়েলা ও ইয়েমেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন