২২ জুন, ২০১৯ | ১:২৮ পূর্বাহ্ণ
ইন্টারন্যাশনাল ডেস্ক : অনলাইনে ছবি দেখে বাড়ি কেনার অর্ডার দিয়েছিলেন এক ব্যক্তি। দাম হিসেবে ৯ হাজার ১০০ ডলার (প্রায় ৭ লাখ ৬৯ হাজার টাকা) শোধ করে তো খুশিতে আত্মহারা! ভেবেছিলেন, সস্তায় বিশাল এক বাড়ির মালিক হয়ে গেছেন তিনি। কিন্তু, মালিকানা বুঝে নিতে গিয়েই মাথায় হাত! দেখেন, ছবিতে দেখানো বাড়ি নয়, এর সামনে থাকা এক ফুট চওড়া জমি কিনেছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘটেছে এ ঘটনা। স্থানীয় সংবাদমাধ্যম সান-সেন্টিনেল জানায়, কার্ভাইল হোলনেস নামে ওই ব্যক্তি অনলাইনে একটি নিলামে অংশ নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন, বাড়ি কিনেছেন।