চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

যুক্তরাজ্যের আদালতে শামীমার ভাগ্য নির্ধারণ আজ

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২১ | ২:২৪ অপরাহ্ণ

১৫ বছর বয়সে পালিয়ে গিয়ে আইএসে যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত স্কুলছাত্রী শামীমা বেগমকে সিরিয়া থেকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি দেয়া হবে কি না, সে বিষয়ে রায় ঘোষণা করা হবে। আইএসে যোগ দেবার ছয় বছর পর শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিমকোর্ট এ রায় দেবেন বলে বিবিসি জানায়।

এদিকে শামীমা যাতে যুক্তরাজ্যে ফেরত যেতে না পারেন সেজন্য তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয়। যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে এবং মামলায় অংশ নিতে তাকে দেশে আসার অনুমতি দেয়া হবে কিনা সে বিষয়েই আজ পাঁচ বিচারপতি আদেশ দেবেন।

বর্তমানে তিনি উত্তর সিরিয়ায় সশস্ত্র রক্ষীদের নিয়ন্ত্রণাধীন একটি ক্যাম্পে আছেন।

উল্লেখ্য, দুই ব্রিটিশ বান্ধবীসহ ২০১৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য ছাড়েন শামীমা। সিরিয়ায় গিয়ে তিনি ডাচ বংশোদ্ভূত আইএস জঙ্গি ইয়াগো রিদাইককে বিয়ে করেন। সেখানে তার একটি সন্তানও হয়।

এরপর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ার এক শরণার্থী শিবিরে শামীমার সাক্ষাৎ পান ব্রিটিশ সাংবাদিক। তখন শামীমা যুক্তরাজ্যে ফিরে আসার আকুতি জানান।

তবে শামীমার আইনজীবীদের মতে, তিনি সুষ্ঠুভাবে শুনানিতে অংশ নিতে না পারলে তার ব্রিটিশ নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বহাল হয়ে যাবে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন