চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ট্রাম্পের জারি করা অভিবাসন নিষেধাজ্ঞা বাতিল করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

২৫ ফেব্রুয়ারি, ২০২১ | ৩:৪১ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা অভিবাসন নিষেধাজ্ঞা বাতিল করেছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) তিনি এ নিষেধাজ্ঞা বাতিল করেন বলে এনডিটিভির খবরে বলা হয়।
গতবছর করোনা মহামারিতে মার্কিন নাগরিকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করার অজুহাতে ট্রাম্পের জারি করা এই নিষেধাজ্ঞার উদ্যোগটি খারিজ করে দেন জো বাইডেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের এই নিষেধাজ্ঞা অনেক পরিবারকে পৃথক করেছিল। তাছাড়া এই নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কেননা এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কিছু সদস্য এবং আইনি স্থায়ী বাসিন্দাদের সঙ্গে তাদের পরিবারগুলোর দেখা করতে বিরত রেখেছে।

শুরু থেকেই এ নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। পরবর্তীতে জো বাইডেন এ নিষেধাজ্ঞা বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে অভিবাসনের সমর্থকরা এই নিষেধাজ্ঞা বাতিলের জন্য চাপ দিয়ে আসছিলেন।

জো বাইডেনের এ নিষেধাজ্ঞা তুলে নেয়ার ফলে গ্রিনকার্ডের আবেদনকারী ও অস্থায়ী বিদেশি শ্রমিকরা এখন যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন