চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইকুয়েডরের ৩ কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ৬২

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২১ | ১১:৪৭ পূর্বাহ্ণ

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের তিনটি কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকডজন মানুষ। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

দেশটির কর্তৃপক্ষ জানায়, দুটি প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে বিরোধ নিয়ে গুয়াকুইল, সিয়েনকা ও ল্যাটাকুঙ্গা কারাগারে ওই দাঙ্গা হয়। খবর আল জাজিরার।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্দুক ও ছুরি হামলায় বন্দিরা নিহত হয়েছেন।

ইকুয়েডরের কারা এডমন্ডো মনকায়ো বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব নিয়ে বন্দি শিবিরে দুই পক্ষের দাঙ্গায় ৬২ জন নিহত হয়। অতিরিক্ত ৮০০ পুলিশের সহায়তায় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

ইকুয়েডরের কারাগারগুলোতে প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যকার বিবাদ ও কারাগারে দাঙ্গার ঘটনা নতুন নয়। দেশটিতে মাঝেমধ্যেই এ ধরনের ঘটনা ঘটে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন