২২ ফেব্রুয়ারি, ২০২১ | ১:০৬ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সাথে পরমাণু স্থাপনা পরিদর্শনে অস্থায়ী চুক্তিতে সম্মত হয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংগঠন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।
আলজাজিরার দেয়া তথ্যমতে, রবিবার (২১ ফেব্রুয়ারি) ভিয়েনায় আইএইএ’র প্রধান রাফায়েল গ্রসি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, আগামী তিন মাস নাগাদ সংস্থার প্রয়োজনীয় যাচাই এবং পর্যবেক্ষণ কার্যক্রম চালাতে একটি সমঝোতা হয়েছে। কিন্তু এক্ষেত্রে প্রবেশের সুযোগ আগের থেকে কম হবে এবং মঙ্গলবার থেকে নতুন করে আর কোনো পরিদর্শনের সুযোগ থাকছে না।
গ্রসি বলেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ভালো ফলাফল এসেছে যা বর্তমান খারাপ পরিস্থিতি থেকে রক্ষা করবে।
তিনি জানান, আইএইএর আশা ছিল খুবই অস্থিতিশীল পরিস্থিতিকে স্থিতিশীল করার মতো সক্ষমতা অর্জন। কারিগরি সমঝোতায় সেটা সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 216 People