চট্টগ্রাম শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

সর্বশেষ:

২১ জুন, ২০১৯ | ৬:০০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক

টরন্টোয় দুর্ঘটনায় বাংলাদেশি নারী নিহত

কানাডার টরন্টোর ডাউনটাউনের রিজেন্ট পার্ক এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। নিহতের নাম রত্না বেগম (৩০)।
গতকাল বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১টার দিকে ডানডাস এবং রিজেন্ট পার্ক ব্লু বার্ড ইন্টারসেকশনের ডেনিয়েল স্পেক্ট্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মাতাল অবস্থায় থাকা এক চালকের গাড়ি ওই নারীকে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়ির চালক পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে আটক করেছে। রত্না বেগম মাওলানা মেজবাহর স্ত্রী। তিনি দুই ছেলে হাফেজ মোবাশ্বির (১১), মোতাব্বির (৯) ও মেয়ে খাদিজাকে (৬) রেখে গেছেন।
রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন রত্না। এ সময় গাড়িটি এসে তাকে আঘাত করে রাস্তার পাশে থাকা আগুন নেভানোর জলাধার ও বৈদ্যুতিক খুঁটির ওপর গিয়ে পড়ে।
টরন্টো শহরে অবস্থানরত পাঁচ ভাই আব্দুল আউয়াল, আব্দুল কাইয়ুম, আব্দুল লতিফ, আব্দুল হক ও আব্দুল হান্নানের একমাত্র বোন রত্না বেগম। তার গ্রামের বাড়ি সিলেট সদর এলাকার বরইকান্দি গ্রামে।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট