চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

যুক্তরাষ্ট্রে প্রবল শীতকালীন ঝড়ে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২১ | ১১:০২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে শীতকালীন তীব্র ঝড়ে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এতে বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো রাজ্যে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব দিক থেকে টর্নেডোর গতিতে এই ঝড় আঘাত হানে। এর ফলে তীব্র শীতের ভেতর তাপমাত্রা আরো কমে যায়। মানুষ থর থর করে কাঁপতে থাকে। ছিন্নছিন্ন হয়ে গেছে করোনা ভাইরাসের টিকাদান কেন্দ্রগুলো। বাধাগ্রস্ত হচ্ছে টিকা সরবরাহ। নতুন সাপ্তাহিক ছুটির দিনে ছাড়া আর টিকাদান শুরু করা যাবে না বলে মনে করা হচ্ছে।

রাজ্যের বিদ্যুতের গ্রিড বার বার ব্যর্থ হওয়ার কারণে টেক্সাসের কর্মকর্তাদের কড়া সমালোচনা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হিম ঠাণ্ডা বাতাস প্রবাহিত হচ্ছিল তীব্র গতিতে। ফলে জ্বালানির যে চাহিদা বৃদ্ধি পেয়েছে তা সামাল দেয়া সম্ভব হচ্ছে না কোম্পানিগুলোর।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন