চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

এক শিক্ষার্থীর জন্য ফের খুললো ৭৬ বছরের পুরনো স্কুল

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুন, ২০১৯ | ৮:৩১ অপরাহ্ণ

চিন্নাকাল্লারের চা বাগানের কর্মী রাজেশ্বরী তার ছয় বছরের ছেলেকে স্কুলে ভর্তি করাতে চেয়েছিলেন। কিন্তু নিকটতম স্কুলটিও অনেক দূরে হওয়ায় কী করবেন বুঝতে পারছিলেন না তিনি। চা বাগানের মধ্যের বন্ধ থাকা একটি প্রাথমিক স্কুল ফের খোলার জন্য আবেদন জানান তিনি। তখন ভাবতেও পারেননি যে কেবলমাত্র তার ছেলেকে পড়াতেই ফের খুলে যাবে স্কুলের দরজা।
কোয়েম্বাটোরের ভালাপারাইয়ে চিন্নাকাল্লারে ৭৬ বছর আগে একটি প্রাথমিক স্কুল খোলে আদি দ্রাবিদার এন্ড ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। কিন্তু ছাত্র-ছাত্রীর অভাবে বছর দুয়েক আগেই বন্ধ হয়ে যায় স্কুলটি। একজন মাত্র পড়ুয়ার জন্য ফের দরজা খুলল এই স্কুলের।

প্রথম শ্রেণিতে ভর্তি করা হয়েছে শিশুটিকে। স্কুলের প্রধান শিক্ষক এম শক্তিভেল জানিয়েছেন যে মাত্র একজন হলেও ফের ছাত্র ফিরে পেয়ে খুবই খুশি হয়েছেন তিনি। ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুল থেকে এক সময় অনেক ছাত্র-ছাত্রীই পড়াশোনার প্রাথমিক পাঠ পেলেও পড়ুয়ার অভাবে কয়েক বছর আগে এটি বন্ধ হয়ে যায়। চা বাগানের কর্মীরা অন্যত্র চলে যাওয়ার কারণেই পড়ুয়ার অভাব দেখা দেয় এই স্কুলে।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন