চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘কাশ্মীর চাই না, কোহলিকে দাও’

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুন, ২০১৯ | ৪:২৬ অপরাহ্ণ

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, কয়েকজন তরুণ লম্বা করে টানটান অবস্থায় দুই প্রান্তে ধরে রেখেছেন দুটি পতাকা। ওপরে পাকিস্তানের পতাকা, আর নিচে সবুজ লম্বা ব্যানারে সাদা কালিতে লেখা রয়েছে, ‘আমরা কাশ্মীর চাই না। বিরাট কোহলিকে দিয়ে দাও।’ চলতি বিশ্বকাপ ক্রিকেটে ভারতের ম্যাচের পরেই সামাজিক মাধ্যমে ছবিটি দেখা যায়।

এই ছবি ঘিরেই ফের একবার রাজনৈতিক টানাপড়েন শুরু হয়েছে।

ক্রিকেটের বাইশ গজে ভারত বনাম পাকিস্তান উত্তাপ ভারত জুড়ে ছড়িয়ে পড়েছিল। বাইশ গজের সীমানা ছাড়িয়ে প্রাত্যহিক জীবনেও ছাপ ফেলে চিরপ্রতিদ্বন্দ্বীদের এই লড়াই।

বিশ্বকাপ ক্রিকেটের ওই ম্যাচের পরেই বিরাট কোহলি অন্য কারণে শিরোনামে এসেছেন। বিরাট কোহলি মানেই উত্তাপ। ক্রিকেটের অঘোষিত ব্র্যান্ড এম্বাসাডর তিনি। পাকিস্তান ম্যাচেও তিনি ব্যাটে জবাব দিয়েছেন । পাকিস্তানেও তার সমর্থক রয়েছে অনেক। কোহলিকে পাকিস্তানি সমর্থকরা চাইতেই পারেন!

এর আগে, অতীতে আওয়াজ উঠতো, ‘মাধুরী দে দো, কাশ্মীর লে লো।’ কিংবা সচিনের বিনিময়েও কাশ্মীর ছেড়ে দেয়ার বার্তা দেয়া হয়েছে। এবার কোহলিকে নিয়েও একই চিত্র।

এদিকে, সোশ্যাল মিডিয়ার একাংশের দাবি, বিরাট কোহলিকে নিয়ে লেখাটি সম্পূর্ণ এডিট করা। মূল ছবিটি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের। তারাই আজাদী চাইছিলেন। সেই বার্তাই ছিল সবুজ পতাকা অংশে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই লেখাটিই এডিট করে ছড়িয়ে দেয়া হয়েছে।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট