চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পোলিও টিকার বদলে ১২ শিশুকে খাওয়ানো হল স্যানিটাইজার

আন্তর্জাতিক ডেস্ক

২ ফেব্রুয়ারি, ২০২১ | ৫:১২ অপরাহ্ণ

ভারতে পোলিও বোতলে স্যানিটাইজার ভরে তা ১২ শিশুর শরীরে প্রয়োগের ঘটনা ঘটেছে। দেশটির মহারাষ্ট্রের যুবতমল জেলায় প্রাথমিক বিদ্যালয়ের পোলিও ক্যাম্পে এ ঘটনা ঘটে। খবর জিনিউজ’র।

জিনিউজ জানায়, ওই এলাকা মুম্বাই শহর থেকে ৭০০ কিলোমিটারে দূরে অবস্থিত। পোলিও টিকার বদলে ১২ শিশুকে স্যানিটাইজ খাওয়ানো হল। এটি ভুলবশত নাকি চক্রান্ত তা নিয়ে তদন্ত চলছে। প্রত্যেক শিশুর বয়স ৫ বছরের কম। তাদের প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১২ শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় ৩ স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে।

যুবতমল জেলা পরিষদ সিইও শ্রী কৃষ্ণ পাঞ্চাল বলেন, ৫ বছরের কম ১২ শিশুকে পোলিও ড্রপে স্যানিটাইজার খাওয়ানো হয়েছে। এক শিশু হঠাৎ বমি করা শুরু করে ও পরে তার শরীর খারাপ হয়ে যায়। এরপরই গোটা ঘটনা প্রকাশ্যে আসলে বন্ধ করা হয় পোলিও ক্যাম্প। ওই ১২ শিশু এখনো চিকিৎসাধীন রয়েছে।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট