চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দ্বীপে লাইট হাউসে বসে ৬০ সিনেমা দেখার সুযোগ পেলেন নার্স

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২১ | ২:৫৮ অপরাহ্ণ

সুইডেনের একটি দ্বীপে একা বসে ৬০টি সিনেমা উপভোগ করার সুযোগ পেলেন লিসা এনরথ নামে একজন নার্স। বিশ্বজুড়ে ১২ হাজার সিনেমাপ্রিয় মানুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে গোটেবর্গ ফিল্ম ফেস্টিভ্যাল উপভোগ করার সুযোগ একাই জিতে নেন করোনার এই ফ্রন্টলাইনার। খবর বিবিসি’র।

সংগঠকেরা বিবিসিকে জানান, তারা একজন ইমোশনালি এবং সাইকোলজিক্যালি এটির সঙ্গে যুক্ত হতে সক্ষম প্রকৃত মুভি ফ্যানকে খুঁজছিলেন।

বিজয়ী লিসা এনরথ বলেন, আশা করছি, এক সপ্তাহের জন্য একেবারে ভিন্ন ধরনের বাস্তবতা উপভোগ করব। মহামারি মোকাবিলা করতে গিয়ে তিনি সংগঠকদের সেই যোগ্যতা অর্জন করেন তিনি।

এই ফিল্ম ফেস্টিভ্যালের সংগঠকেরা মহামারির কারণে কার্যক্রম সীমিত করতে বাধ্য হন। ফলে এবার পুরো ফেস্টিভ্যালটি চলবে অনলাইন স্ট্রিমিংয়ে। কিন্তু তারা এমন একজন প্রকৃত সিনেমাপ্রেমীকে খুঁজছিলেন যার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণকৃত ১২ হাজার মানুষকে হারিয়ে এই সুযোগ জেতেন নার্স লিসা। তবে শর্ত হল হামনেসকার দ্বীপে কোনো ফোন, কম্পিউটার, বই এমনকি যেকোন বিনোদনের মাধ্যম ছাড়াই এক সপ্তাহ শুধু সিনেমাই উপভোগ করতে হবে তাকে।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট