চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে ‘সুপ্রিম বার্তা’!

‘জনস্বার্থ’র প্রসঙ্গ তুলে ভারতের শীর্ষ আদালত যা জানাল

১৯ জুন, ২০১৯ | ১:১৭ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : প্রসঙ্গ চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে। আর সেই প্রেক্ষাপটে যখন গত সপ্তাহে গোটা বাংলা তোলপাঙ হয়েছে, তখন চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে একটি আবেদন জানানো হয়েছিল দেশের শীর্ষ আদালতে। সেই মর্মে আজ সুপ্রিম কোর্টের তরফে শুনানি ছিল আজ।
তবে শুনানির পরবর্তী দিন পিছিয়ে দিয়ে সুপ্রিম কোর্ট বেশ কয়েকটি বক্তব্য রেখেছে। সুপ্রিমকোর্ট সাফ জানিয়েছে, যেহেতু চিকিৎসকদের ধর্মঘট চলছিল পশ্চিমবঙ্গে, তাই এদিন শুনানির তারিখ ধার্য করা হয়েছিল। তবে ধর্মঘট উঠে যাওয়ায় এই মামলায় শুনানি জরুরিকালীন ভিত্তিতে হওয়ার প্রয়োজনীয়তা নেই। পাশাপাশি, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা বিষয়ে সুপ্রিমকোর্ট জানিয়ে দিয়েছে, ‘জনস্বার্থ বিষœ করে শুধুমাত্র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে না। আমাদের আরও বৃহত্তর ছবি দেখতে হবে। তবে আমরা চিকিৎসকদের নিরাপত্তার বিরোধী নই।’ জুলাই মাসে সুপ্রিমকোর্টে মামলার পরবর্তী শুনানি হবে। ফলে আপাতত চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছে তার শুনানির জন্য অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট