চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনার টিকা উৎপাদনকারী সেরাম ইনস্টিটিউটে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

২১ জানুয়ারি, ২০২১ | ৫:২০ অপরাহ্ণ

ভারতে অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের একটি বিল্ডিংয়ে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে এই আগুন লাগে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

কলকাতাভিত্তিক আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে মহারাষ্ট্রের পুনের সেরাম ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেট সংলগ্ন ‘এসইজেড৩’ ভবনে এই আগুন লাগে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ঘটনাস্থলে দ্রুত দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় রয়েছে। তবে এতে টিকা উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়নি। টিকার সংরক্ষণাগার সুরক্ষিত রয়েছে। 

অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা এস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম ইনস্টিটিউট। এই মুহূর্তে গোটা দেশটিতে বিপুল পরিমাণে কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে।  এরই মধ্যে কোভিশিল্ড প্রস্তুতকারী সেরামের কারখানায় আগুন লাগায় আতঙ্ক বেড়েছিল। যদিও একটি সংবাদ সংস্থা সূত্রে আনন্দবাজার জানিয়েছে, টিকা তৈরির ইউনিট এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি। 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট