১৮ জুন, ২০১৯ | ৭:২৯ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি যাত্রীবাহী ফেরি ডুবির ঘটনায় ১৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুন) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ । এ ঘটনায় ৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ৩ জনও মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
পূর্ব জাভা দ্বীপের পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং ম্যানগেরা জানিয়েছেন, সোমবার (১৭ জুন) ওই ফেরিটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। অতিরিক্ত যাত্রী বহনের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি । দুর্ঘটনার সময় ফেরিটিতে ৫০ জন যাত্রী ছিল। মাদুরা দ্বীপের কাছে এসে ফেরিটি উল্টে যায়। মঙ্গলবার (১৮ জুন) সকালে তল্লাশি চালিয়ে উদ্ধারকর্মী দল ১৩ জনের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
ফ্রান্স বারুং ম্যানগেরা বলেছেন, ধারণা করা হচ্ছে ফেরিটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। তীব্র ঢেউয়ের আঘাতে ফেরিটি উল্টে যায় এবং এতে বহু হতাহতের ঘটনা ঘটে । উদ্ধার এবং তল্লাশি দলের সদস্যরা এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন। তারাও মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
পূর্বকোণ/ তাসফিয়া