চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনা ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া: ১৩ ইসরায়েলির মুখ অবশ

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২১ | ১০:৪৮ অপরাহ্ণ

করোনার টিকা নিয়ে ইসরায়েলে ১৩ জন ‘ফেসিয়াল প্যারালাইসিসে’ পড়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ইনেট’র বরাত দিয়ে ভারতের একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ডব্লিউআইওএন সূত্রে আউটলুক ইন্ডিয়া জানায়, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার ভুক্তভোগীর সংখ্যা আরও বেশি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। তবে মুখ অবশ হওয়ার পর ঠিক হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

ভুক্তভোগীদের একজন জানান, ফেসিয়াল প্যারালাইসিস নিয়ে আমি অন্তত ২৮ ঘণ্টা ঘুরেছি।

এর আগে ইসরায়েলে ফাইজারের করোনা টিকা নেয়া প্রায় ১০ লাখ মানুষের মধ্যে ২৪০ জন কয়েক দিন পর নতুন রোগটিতে আক্রান্ত হয়েছেন বলে খবরে প্রকাশ পায়।

গত ২০ ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিতে টিকাদান কর্মসূচি চালু করেন। দেশের প্রথম ব্যক্তি হিসেবে নিজে ক্যামেরার সামনে প্রকাশ্যে ভ্যাকসিন নেন তিনি।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট