চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সুদানে গোত্রীয় সংঘাত, নিহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২১ | ১০:০৯ অপরাহ্ণ

আফ্রিকার দেশ সুদানে গোত্রীয় সংঘাতে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। পশ্চিম দারফুর প্রদেশের আল-জেনেইনায় সশস্ত্র এই হামলায় আহত হয়েছেন ৯৭ জন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সুদান নিউজ এজেন্সি’র বরাতে আল-জাজিরা এ খবর জানিয়েছে।

আরব নোমাডস গোত্রের ওপর মাসালিত গোত্রের হামলা চালানোর মধ্য দিয়ে শুরু হয় এ সংঘাত। প্রদেশটিতে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের শান্তি মিশন সমাপ্তি ঘোষণার দুই সপ্তাহ পর এ ঘটনা ঘটল। সশস্ত্র গোষ্ঠীগুলো এতে যুক্ত হলে পুরো এলাকায় সংঘাত ছড়িয়ে পড়ে। এ সময় ঘরবাড়িসহ পুড়িয়ে দেয়া হয় কয়েকটি ভবন।

জাতিসংঘ সূত্রানুযায়ী, ২০০৩ সাল থেকে রক্তক্ষয়ী সংঘাতের অঞ্চল হয়ে উঠে দারফুর। আরব গোষ্ঠী নিয়ন্ত্রিত খার্তুম সরকারের বিরুদ্ধে নৃতাত্ত্বিক গোত্রগুলোর বিদ্রোহ থেকে এ সংঘাতের শুরু হয়। ফলে সেখানে ৩ লাখের মতো মানুষ মারা যায় ও ২৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট