চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাত্রাতিরিক্ত কাজের চাপে মৃত ২৭২ ভোটকর্মী!

২৯ এপ্রিল, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

ভোটের চাপে ভোটকর্মীর মৃত্যু বিষয়টা নিঃসন্দেহে মর্মান্তিক। তাও আবার সেই সংখ্যাটা যদি হয় ২৭২জন। ২০১৯ সালের সাধারণ নির্বাচনের আগে এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ইন্দোনেশিয়া। গত ১৭ এপ্রিল ওই দেশে এক দফায় নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। এক দিনে আট লক্ষ ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন ১৯৩ মিলিয়ন মানুষ। যা মোট জনসংখ্যার ২৬০ মিলিয়নের ৮০ শতাংশ। ভোট পরবর্তী কাজের চাপে বহু কর্মী অসুস্থ হয়ে পরেছেন এবং অনেকে প্রাণ হারিয়েছে বলে রবিবার জানিয়েছেন নির্বাচন কমিশনের মুখপাত্র। ১৮৭৮ জন অসুস্থও হয়ে পরেছেন। ভোট গ্রহণের ১০ দিনের মধ্যে কর্মিদের এই দুর্দশার জন্য অনেকেই নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছে। কর্মীদের মৃত এবং অসুস্থ হয়ে যাওয়ার জন্য মাত্রাতিরিক্ত কাজের চাপকেই দায়ী করেছেন চিকিৎসকেরা। জানা গেছে, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার খরচ অর্থ ও মৃত ব্যক্তিদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেবে অর্থ মন্ত্রণালয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট