চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আফগানিস্তানে দুই নারী বিচারককে গুলি করে হত্যা

১৭ জানুয়ারি, ২০২১ | ২:২৮ অপরাহ্ণ

আফগানিস্তানে গুলিতে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।

রবিবার ভোরে রাজধানী কাবুলে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেই এ হামলার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সুপ্রিম কোর্টের মুখপাত্র আহমেদ ফাহিম কাইয়ুম হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, কোর্টের গাড়ি দিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন ওই দুই বিচারক। সে সময়ই তাদের ওপর হামলা চালানো হয়। এক বিবৃতিতে ফাহিম কায়িম বলেন, দুর্ভাগ্যজনক যে, আজকের হামলায় আমরা দুই নারী বিচারককে হারালাম। তাদের বহনকারী গাড়িটির চালক হামলায় আহত হয়েছেন। ওই গাড়িটি তাদের সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছিল। কিন্তু তার আগেই হামলার শিকার হলেন তারা।

তিনি জানান, দেশটির উচ্চ আদালতে প্রায় দুই শতাধিক নারী বিচারক কাজ করছেন।

কাবুল পুলিশ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

এটর্নি জেনারেল কার্যালয়ের মূখপাত্র জামশিদ রসুলি বলেছেন, ওই দুই নারী সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন।

সাম্প্রতিক মাসগুলিতে আফগানিস্তান জুড়ে সহিংসতা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে কাবুলে হাই প্রোফাইলের লোকদের চিহ্নিত করে হত্যার নতুন ধারা শহরটিতে ভয় ও বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়েছে।

মাত্র একদিন আগেই দেশটিতে দুই মিলিশিয়া সদস্য নিজ দলের ১২ জনকে গুলি করে হত্যা করেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনাকে অভ্যন্তরীণ হামলা বলে উল্লেখ করেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন