চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘অরেঞ্জ অ্যালার্ট’ জারিগুজরাটে ৪৪ ডিগ্রি তাপমাত্রা

২৯ এপ্রিল, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনার ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে হঠাৎ করে তাবদাহ শুরু হওয়ায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি (পরবর্তী পরিস্থিতির জন্য সঠিক পন্থায় প্রস্তুতি নেওয়া) করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। একইসঙ্গে তাপমাত্রা ৪৪ ডিগ্রি স্পর্শ করায় জনগণের স্বাস্থ্যের বিষয় বিবেচনায় নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে। আর তাপদাহের এ পরিস্থিতি পরবর্তী ৪৮ ঘণ্টা বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সুরাট মিউনিসিপ্যাল করপোরেশনের চিকিৎসক ড. মাহেন্দ্র প্যাটেল ভারতীয় একটি সংবাদ সংস্থাকে বলেন, সব বিআরটিএস (বাস র্যা পিড ট্রানজিট) বাস স্ট্যান্ডে ওরস্যালাইন রাখতে বলা হয়েছে। এছাড়া মিউনিসিপ্যাল করপোরেশনকে বিভিন্ন এলাকায় পানির ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
এছাড়া সর্তকতামূলক পদক্ষেপ হিসেবে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

শেয়ার করুন