চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ

অনলাইন ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২১ | ১২:৫৪ অপরাহ্ণ

মহামারি করোনায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ২০ লাখ ১ হাজার ২৮৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বজুড়ে ২০ লাখ ১ হাজার ২৮৯ জন মারা গেছেন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৩৫ লাখ ৯ হাজার ৮৯০ জন। এর মধ্যে সুস্থের সংখ্যা প্রায় ৬ কোটি ৬৮ লাখ।

আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে প্রথম অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত ছাড়িয়েছে দুই কোটি ৩৮ লাখ। মৃতের সংখ্যা ৪ লাখের কাছাকাছি।

মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা দুই লাখ ৭ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৮৩ লাখের বেশি। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দেশটিতে।

অন্যদিকে, মেক্সিকোতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৩৬ হাজার। মৃতের তালিকায় চতুর্থ অবস্থানে থাকা দেশটিতে আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭১ হাজারের বেশি।

এরপর যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে ৮৬ হাজারের বেশি মানুষের। সেখানে আক্রান্ত ৩২ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে।

এছাড়া মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে: রাশিয়া,ইতালি,ফ্রান্স, ইতালি, স্পেন ও ইরানে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট