চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘অপমান’ ভুলে তৃণমূলের যে দাবিতে মমতাকে দিল্লি ডাকলেন মোদি

১৮ জুন, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : শপথের দিন মুখের উপর বলে দেন, যাবো না। এরপর যতবার নরেন্দ্র মোদিকে নিয়ে কথা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ততবারই তাকে ধুয়ে দিয়েছেন। এসব অপমান ভুলে ভারতের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের প্রধানকে আবার বৈঠকে ডেকেছেন।
অভিযোগ উঠেছে, ক্ষমতা গ্রহণের পর পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় দল তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক চাপে ফেলছে মোদি সরকার। শুধু অভিযোগই নয়, তৃণমূলের দুই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন দাবি করেছেন, কেন্দ্রীয় সরকার যেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মর্যাদা দিয়ে পশ্চিমবঙ্গের ওপর অযাচিত ‘হস্তক্ষেপ’ না করে। কোনো রাজ্যকে বিশেষ করে পশ্চিমবঙ্গকে যেন ‘লক্ষ্য’ না বানায়। পশ্চিমবঙ্গের প্রতি যেন অবিচার না হয়। আর এমন অভিযোগের পরই বৈঠকে পশ্চিমবঙ্গের নেত্রী মমতাকে বৈঠকে অংশগ্রহণে অনুরোধ করেন।
এমন অভিযোগের সুরাহা করতেই মমতার সঙ্গে কথা বলতে চান মোদি। তবে সেই বৈঠকে মমতা যাবেন কি-না সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো বার্তা না এলেও তিনি যে যাচ্ছেন না সে বিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন প্রথম সারির এক তৃণমূল নেতা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট