চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাসপাতালে আগুনে মরল ১০ নবজাতক

আন্তর্জাতিক ডেস্ক

৯ জানুয়ারি, ২০২১ | ১২:৪৪ অপরাহ্ণ

ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলার একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও ৭ শিশুকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) গভীর রাতে ওই হাসপাতালের সিক নিউ বর্ন কেয়ার ইউনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, শনিবার মাঝরাতে হঠাৎই হাসপাতালে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনা প্রথমে নজরে আসে এক নার্সের। হাসপাতালের সিক নিউ বর্ন কেয়ার ইউনিট থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন তিনি। এরপরই সিক নিউ বর্ন কেয়ার ইউনিট থেকে সদ্যোজাত শিশুদের উদ্ধারে কাজ শুরু হয়।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তারা হাসপাতালের কর্মীদের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই প্রাণ হারায় ১০ শিশু।
ঘটনা নিয়ে ভাণ্ডারা জেলা হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ খান্ডাটে জানান, নবজাতক কেয়ার ইউনিটে রাত দুইটা নাগাদ আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। ৭ জন শিশুকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তবে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট