চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফেসবুকের নতুন নকশায় থাকছে না লাইক বাটন

আন্তর্জাতিক ডেস্ক

৭ জানুয়ারি, ২০২১ | ৪:৫৯ অপরাহ্ণ

ফেসবুকের নতুন নকশায় পাবলিক পেজ থেকে সরিয়ে নেয়া হচ্ছে ‘লাইকস’ বাটন। সম্প্রতি মার্কিন সামাজিক মাধ্যম জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি এ বিষয়ে এক ব্লগ পোস্টে জানিয়েছে।

এদিকে রয়টার্স জানিয়েছে, ফেসবুক পেজে এখন থেকে শুধু অনুসারী দেখানো হবে এবং পেজগুলোর নিবেদিত নিউজ ফিড থাকবে। ওই নিবেদিত নিউজ ফিডের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি নিজেরা একে অন্যের সঙ্গে কথা বলতে পারবেন এবং ভক্তদের সঙ্গে মিলিত হতে পারবেন।

নতুন নকশা প্রসঙ্গে ফেসবুক জানায়, “মানুষের পছন্দের পেজের সঙ্গে সংযুক্ত হওয়ার পথটিকে আরও সহজ করতে লাইকস সরিয়ে নেয়া হচ্ছে এবং অনুসারীর ব্যাপারে মনোনিবেশ করা হচ্ছে।

ফেসবুকতার ব্লগ পোস্টে আর জানানো হয়, নতুন নকশায় দেখা মিলবে নতুন কিউএন্ডএ ফরম্যাটের। এর পুরো কাঠামোটি হবে লেখা-ভিত্তিক। থাকছে উন্নত পেজ ব্যবস্থাপনা টুলও। এর সাহায্যে সহজেই ‘এডস’, ‘কনটেন্ট’, ‘কমিউনিটি এক্টিভিটি’ এন্ড মেসেজ’ এর মতো সুনির্দিষ্ট কাজের জন্য এডমিন প্রবেশাধিকার দেয়া যাবে। এতে সুরক্ষা এবং অখণ্ডতাও নিশ্চিত করা সম্ভব হবে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট