চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নজিরবিহীন আক্রমণের মুখে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র:  বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

৭ জানুয়ারি, ২০২১ | ৩:০৪ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার প্রতিবাদে জো বাইডেন বলেছেন, আমাদের গণতন্ত্র এক নজিরবিহীন আক্রমণের মুখে। এই আক্রমণ জনগণের প্রতিনিধিদের ওপর। স্বাধীনতার দুর্গের আক্রমণ।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন এই ঘটনায় ওয়াশিংটন ডিসির ক্যাপিটলের (পার্লামেন্ট) যৌথ অধিবেশন স্থগিত করা হয়েছে। এছাড়া ওয়াশিংটনে কারফিউ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ঘটনায় জো বাইডেন আরও বলেন, ‘ক্যাপিটলে হামলার দৃশ্যগুলো সত্যিকারের মার্কিন যুক্তরাষ্ট্রের নয়। তাদের তৎপরতা আসলে রাষ্ট্রদ্রোহের শামিল।’

ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ, ভাঙচুর ও গুলিতে চারজন নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে।তবে এ ঘটনায় অন্তত ৫২ জন গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে ৪৭ জনকে কারফিউ ভাঙার জন্য গ্রেপ্তার করা হয়।

এদিকে জো বাইডেন ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি ডোনাল্ড ট্রাম্পকে বলবো, শপথ গ্রহণের জন্য আপনি এখন জাতীয় টেলিভিশনে যান, সংবিধান রক্ষা করুন এবং এই অবরোধের অবসান দাবি করুন।’

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট